শ্যামলবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ১৭ আগস্ট শনিবার রাতে পুলিশ সুপারের বাসভবনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বাসভবনের সামনের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল হতে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় আরও ২টি তাজা ককটেল ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে এসে ২ যুবক একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি তার বাসভবনের দোতালার জানালার কাঁচে লেগে বিস্ফোরিত হয়। এতে জানালার কাঁচ ভেঙে যায়। ওই সময় বাসভবনের নিরাপত্তারক্ষীরা দুর্বৃত্তদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেল ও হেলমেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ঘটনাস্থল পরিদর্শনকালে ওই ঘটনাটি যথাযথ তদন্তপূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।
