শ্যামলবাংলা ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার বিদায়ী প্রধান ফেরেইদুন আব্বাসি জানিয়েছেন, ইরানে সর্বমোট ১৮ হাজার সেন্ট্রিফিউজ রয়েছে। যার মধ্যে পরমাণু কেন্দ্রগুলোতে ১০ হাজার সেন্ট্রিফিউজ ব্যবহৃত হচ্ছে।
১৭ আগস্ট শনিবার আব্বাসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সেন্ট্রিফিউজগুলোর মধ্যে ১৭ হাজার প্রথম প্রজন্মের। ১০ হাজারেরও বেশি সেন্ট্রিফিউজ ব্যবহৃত হচ্ছে। আর ৭ হাজার সেন্ট্রিফিউজ ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
বিদায়ী প্রধান জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ১ হাজার সেন্ট্রিফিউজ পরমাণু চুল্লিগুলোতে স্থাপন করা হয়েছে, সময়মতো তা চালু করা হবে। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ৯ হাজার সেন্ট্রিফিউজ ৫ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি নাতাঞ্জ ও ফোরদু পরমাণু কেন্দ্রে ৭শ সেন্ট্রিফিউজ ২০ মাত্রার পরমাণু সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হচ্ছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ড. হাসান রুহানি নির্বাচিত হওয়ার পর দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে আলী আকবর সালেহিকে নিয়োগ দেন।
