স্টাফ রিপোর্টার : এবার শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ১৭ আগস্ট শনিবার শ্রীবরদী থানায় ওই মামলাটি দায়ের করেছেন ধর্ষিতা কিশোরীর বাবা। মামলায় শ্রীবরদী সদরের সাবেক ইউপি চেয়ারম্যান জবেদ আলীর পুত্র আব্দুল্লাহ আল মাসুদ (২৫) কে আসামী করা হয়েছে। গুরুতর অবস্থায় ধর্ষিতা কিশোরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১০ আগস্ট দুপুরে উপজেলার সীমান্তবর্তী রাঙাজান গ্রামের কৃষক পরিবারের ধর্ষিতা কিশোরী ও তার ছোটবোন নানার বাড়ি যাওয়ার পথে তাদের বাড়ির পার্শ্বে মৎস প্রজেক্টের মালিক আব্দুল্লাহ আল মাসুদ তাদেরকে মোটর সাইকেলে করে নানার বাড়ি পৌছে দেবে বলে গাড়িতে তুলে। এক পর্যায়ে সে তাদেরকে পার্শ্ববর্তী গজনী পিকনিক স্পটে নিয়ে যায়। পরে সন্ধ্যা হলে তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। রাতে কিশোরীকে জোর করে সে তার নিজ কক্ষে রেখে ছোট বোনের সামনেই রাতভর উপর্যুপরি ধর্ষণ করে। পরদিন সে তাদেরকে একটি সিএনজি গাড়ীতে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে ওই কিশোরী গুরুতর আহত হলে তার বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আব্দুল্লাহ আল মাসুদ চেষ্টা চালায়। ওই কিশোরীর অবস্থার অবনতি হলে তার বাবা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ঘটনাটি আরো জানাজানি হয়ে যায়। অবশেষে ঘটনার ৮দিনের মাথায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে বলেন, ওই ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা চলছে। সেইসাথে একমাত্র আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
