ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলের নতুন বাইপাস সড়কের কাজের অগ্রগতি দেখতে শুক্রবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে বেনাপোলে আসেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। নিজে নিজে বাইপাস সড়ক প্রদক্ষিণ করা শেষে বেনাপোল পর্যটন মোটেলে অবস্থান করেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জানতে পেরে সেখানে উপস্থিত হন। সাথে ছিলেন এই সড়কের কাজের সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার। পরে সরকারী কর্মকর্তা ও আওয়ামীলীগসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন তিনি।
এ সময় বাইপাস সড়কের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে বেনাপোলের বাইপাস সড়কের কাজ সমাপ্ত করতে কঠোর নির্দেশ দেন তিনি। তিনি বলেন, যশোর থেকে বেনাপোল রোডের দু’পাশে ৭৫টি ঝুকিপূর্ণ গাছ আছে। তা অচিরেই কেটে না ফেললে যে কোন সময় বিপদ ঘটতে পারে। এ জন্য তিনি ঝুকিপূর্ণ গাছগুলো কেটে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও মন্ত্রীর পিএস বেলায়েত হোসেন, এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ আলী, সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউল হক, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক সাহেব, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আজিজ আহম্মদ, আলী কদর সাগর, মুজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক সুকুমার দেবনাথ প্রমুখ।
