পাবনা প্রতিনিধি : জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার ঢাকার যাত্রাবাড়ীতে পিকেটিংয়ের সময় পুলিশের গুলিতে নিহত শিবিরের ঢাকা মহানগর ৮৮ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান মল্লিকের নামাজে জানাজা ও দাফন ১৫ আগস্ট বৃহস্পতিবার তার গ্রামের বাড়ী পাবনার সাঁথিয়া উপজেলার করঞ্জায় সম্পন্ন হয়েছে। জানাজায় জামায়াত-শিবিরের পাবনা জেলার সকল উপজেলা আমীর, ভারপ্রাপ্ত আমীর, সভাপতি সেক্রেটারীসহ ১৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বক্তা দাবিকরে বলেন, বাংলাদেশের তৌহিদী জনতার বুকে এক ফোটা রক্ত থাকতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যাবেনা। খলিলের নিহত হওয়াকে পরিকল্পিত হত্যাকান্ড আখ্যায়ীত করে তার প্রতিবাদে ২ দিনের কর্মসুচী ঘোষণা করা হয়। কর্মসুচী অনুযায়ী শুক্রবার দেশব্যাপী খলিলের রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত এবং রবিবার পাবনা জেলায় অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। এসময় বেড়া বাস স্ট্যান্ড এলাকাসহ বেড়া সাঁথিয়া রোড এলাকায় র্যাব পুলিশের কড়া পাহারা ছিল।
উল্লেখ্য, নিহত খলিলের বাড়ী বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডঃ শামসুল হক টুকুর নির্বাচনী এলাকায় হওয়ায় বক্তারাসহ স্থানীয়রা বেশী ক্ষোভে ফেটে পড়ে।
