স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫ আগস্ট বৃহস্পতিবার আটকের ৮ ঘন্টা পর ২ আদিবাসী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার সীমান্ত ঘেষা হারিয়াকোনা গ্রামের পিনো হাগীদং এর ছেলে অন্তর ম্রং (১৭) ও সতীন্দ্র ম্রংয়ের ছেলে নিরাশ ম্রং (১৮)। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ২ যুবকের বিরুদ্ধে শুক্রবার শ্রীবরদী থানায় মামলা দিয়েছে বিজিবি। ফলে বিএসএফ এর হাত থেকে ছাড়া পেলেও মামলার ভয়ে এলাকা ছেড়েছে ওই ২ যুবক। এদিকে ওই ঘটনায় শুক্রবার বেলা ১১ টায় ১০৯৩ পিলার সংলগ্ন এলাকায় বিজিবি বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তে অনুপ্রবেশ, মাদক,নারী-শিশুসহ বিভিন্নপণ্য পাচার ও চোরাচালান রোধ এবং সীমান্ত নিরাপত্তার উপর গুরুত্বআরোপ করা হয়। কর্নঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মোঃ শাজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করায় ওই যুবকের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দেয়া হয়েছে।
উল্লেখ্য, শ্রীবরদীর সীমান্ত ঘেঁষা হারিয়াকোনা গ্রামের অন্তর ম্রং ও নিরাশ ম্রং ভারতের হাতিমারা গ্রামের আত্বীয়বাড়ি থেকে ফেরার পথে বৃহস্পতিবার বেলা আড়াইটায় সীমান্তের ১০৯৪নং পিলার সংলগ্ন রিংসাংপাড়ায় বিএসএফ এর হাতে আটক হয়। পরে স্থানীয় আত্বীয়-স্বজনসহ জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে রাত সাড়ে ১০ টায় ছেড়ে দেয়া হয়।