বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী ভায়াডাঙ্গা সড়কে ভটভটির চাপায় এক নববধূ নিহত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে উপজেলার বকচর কন্টিপাড়া এলাকায় ভটভটির মুখোমুখি সংঘর্ষে ওই ঘটনা ঘটে। নিহত নববধূ ভায়াডাঙ্গা বিলভরট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মেয়ে রুপা বেগম (১৮)। প্রায় চার মাস আগে শ্রীবরদীর পার্শ্ববর্তী বকশিঞ্জ উপজেলার কাজিবাড়ী গ্রামের প্রকৌশলী রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে রুপা তার বাবার বাড়ি থেকে দেবরের সাথে মোটরসাইকেলের পিছনে বসে স্বামীর বাড়ি যাচ্ছিল। এ সময় বকচর কন্টিপাড়া এলাকায় শ্রীবরদী থেকে ছেড়ে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রুপা। আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। ওই ঘটনায় নিহত গৃহবধূ রুপার বাবা ও স্বামীর বাড়িতে শোকের ছায়া নেমেছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী শেখ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ভটভটিটি আটক করা হয়েছে।
