পাবনা প্রতিনিধি ঃ পাবনার বেড়া উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত নছিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার বেলা আড়াইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাজী শরীফপুর গ্রামের ইউসুব মোল্লা (৪৫) ও তার স্ত্রী বুলু খাতুন (৩৬)। আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিপরিতগামী শ্যালোইঞ্জিন চালিত নছিমন-করিমনের মধ্যে কাজিরহাট-কাশিনাথপুর সড়কের আওয়ালের মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রী স্বামী স্ত্রী নিহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করে। আমিনপুর পুলিশ ফাঁরির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
