পাবনা প্রতিনিধি ঃ পাবনার ঈশারদীতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ ওই চক্রের ৪ জনকে আটক করেছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় অবস্থিত সাগর হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলো, নাটোরের বাগাতীপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের আঃ কুদ্দুস থান্ডার (৬০), লালপুর উপজেলার নবীনগর পুর্বপাড়া গ্রামের আকতার হোসেন (৩৮), নাজিম উদ্দিন (৫৬) ও একই উপজেলার নুরুল্লাপুর মধ্যপাড়া গ্রামের মানিক হোসেন (২২)। আটককৃতদের কাছ থেকে ৫ লাখ ৮৩ হাজার জাল নোট জব্দ করা হয়। জব্দকৃত জাল নোটের মধ্যে এক হাজার টাকার ৩৯৪ টি ও পাঁচ’শ টাকার ৩৭৮ টি জাল নোট ছিল। আটককৃতদেও ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
