শ্যামলবাংলা ডেস্ক : ১৫ আগস্ট বৃহস্পতিবার সিপিবি আয়োজিত বঙ্গবন্ধুর মৃত্যুবাষির্কতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ,আওয়ামী লীগের নেতৃত্বের শ্রেণিচরিত্র এখন বদলে গেছে, যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করতো মধ্যবিত্ত শ্রেণি,সেই আওয়ামী লীগের নেতৃত্বের নিয়ন্ত্রণ চলে গেছে লুটেরা ধনিক শ্রেণির হাতে । তাই এখন আর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে এগিয়ে নেয়া সম্ভব নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য পাওয়া সিপিবির সভাপতি দুঃখ প্রকাশ করে বলেন, এখন বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিতে, তার প্রতি ভক্তি দেখাতে মানুষের অভাব হয় না। কিন্তু এর এক শতাংশ মানুষও যদি সেদিন রাস্তায় নামত, তাহলে ইতিহাস অন্যরকম হত। তিনি আরো বলেন, বাংলাদেশে ছাড়াও যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কিত সব তথ্য ও দলিল প্রকাশের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সেলিম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা, আহসান হাবিব লাবলু প্রমুখ।
