স্টাফ রিপোর্টার : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ আগস্ট বৃহস্পতিবার শেরপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও কালোব্যাজ ধারণ।
সকালে শেরপুর কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আতিউর রহমনা আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, শেরপুর পৌরসভার পক্ষে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোকর্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য আতিউর রহমান আতিক প্রধান অতিথি, পুলিশ সুপার মেহেদুল করিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিকেলে জেলা আওয়ামী লীগ আলোাচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কালোব্যাজ ধারন, গণভোজের আয়োজন করে। থানা মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদাক নাজমুল হাসান সম্রাট প্রমূখ। তাছাড়া ৫টি উপজেলা সদর, ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরশহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মধ্যে মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ছিল উল্লেখযোগ্য।
জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কমসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী ও সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন। শহরের খোয়ারপাড় এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন বুলবুলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। এসময় জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, সাবেক ছাত্রনেতা ইকরামুল হক একরাম, খোরশেদ আলম ফর্সা, আশরাফুল আলম, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদ দুপুরে গোপালবাড়ীস্থ কার্যালয়ে প্রার্থনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোককে শক্তিতে রুপান্তরকরনের দীপ্ত শপথ নিয়ে ভাব গাম্ভীর্য পরিবেশে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উপজেলা প্রশাসনের উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল প্রতুষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র্যালী ও আলোচনা সভা। উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা গুলশান আরা’র সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এফএম মোবারক আলী, থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলী শেখ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার-হামিদুর রহমান, কৃষক লীগ নেতা আব্দুল কাদের, এপিপিআই প্রধান শিক্ষক মোজাফর আলী প্রমূখ। এসময় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের সাড়ে ৩ বছরের মাথায় জাতির পিতা ও তার পরিবারবর্গকে হত্যার পর স্বাধীনতা অর্জনের সর্বনাশ করেছে পরাজিত শক্তিরা। দেশের শাসনভার বিভিন্ন শাসকরা ছিনিয়ে নিয়ে স্বাধীনতার অর্জনকে নস্যাত করার ষড়যন্ত্রের মেতে উঠে। জাতি পরবর্তিতে বঙ্গবন্ধু’র কন্যাকে ক্ষমতা দেওয়ার পর স্বাধীনতার কাঙ্খিত স্বপ্ন যখন বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে তখন গোটা দেশে স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াত-হেফাজতরা বিএনপি’র সক্রিয় মদদে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে দেশের উন্নয়নের ধারা চরমভাবে ব্যাহত করছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে ৩৫ হাজার টাকা করে ৩ জন বেকারকে এবং ৬০ হাজার টাকা একজন বেকারকে ঋণ বিতরণ করেন সংসদ সদস্য।
এছাড়া জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে শ্রীবরদী সরকারী কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কবি নির্মেলেন্দু গুনের ‘স্বাধীনতা শব্দটি কি ভাবে হলো’ কবিতা আবৃতি, ‘বঙ্গবন্ধু’র রাজনৈতিক দর্শন’ প্রেক্ষাপটে রচনা প্রতিযোগীতা, হামদ নাত, বাদ যোহর কলেজ মসজিদে বঙ্গবন্ধু ও শাহাদাৎ বরণকারী পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ইংরেজী বিষয়ের প্রভাষক মুকিব মিয়া’র সঞ্চালনায় আলোচনা পর্বে বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব, বিশ্ব রাজনৈতিক দরবারের অসাধারন নেতা হিসেবে মর্যাদা এবং তার রাজনৈতিক দর্শনের উপর বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, সহকারী অধ্যাপক ফরহাদ আলী, সহকারী অধ্যাপক সাখাওয়াত মুনীম, প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রভাষক শামছুল হুদা চৌধুরী প্রমুখ। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অধ্যক্ষ। তাছাড়া উপজেলার পৌরশহর, ১০টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সৈনিকরা দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জা সমূহে বঙ্গবন্ধু’র বিদেহী আতœার মাগফেরাত কামনায় মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত এবং হাসপাতাল-এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।
ঝিনাইগাতী : ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট বৃহস্পতিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও শোকের প্রতিক কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, কোরআনখানি ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির ও গীর্জা সমূহে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক শোক র্যালি ঝিনাইগাতী বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ, ইউপি চেয়ারম্যানগণ, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এনজিও প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফল কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নেতৃত্বে শোক দিবস পালন উপলক্ষ্যে কাঙ্গালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী নেতা জাকির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহাম্মেদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতী উপজেলা কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে। উক্ত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমেজ উদ্দিন, আব্দুল কুদ্দুস, দেলোয়ার হোসেন, আব্দুর রেজ্জাক ও আলহাজ্ব সামছ উদ্দিন প্রমুখ।
নকলা : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ আগস্ট বৃহস্পতিবার নকলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নকলা উপজেলা পরিষদ এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, কাঙ্গালীভোজ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। বেলা ২ টায় উপজেলার চিথলিয়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিনের উদ্যোগে চিথলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল, কাঙ্গালীভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন, ফিরোজ মিয়া, হেলাল উদ্দিন, সাবু শেখ কডা প্রমুখ।