যশোর সংবাদদাতা : যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গুলিবিদ্ধ হয়েছেন সুইট (৩৫) নামে এক যুবক। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের পাশে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুইট স্থানীয় আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, সম্পত্তি নিয়ে সুইটের সঙ্গে তার চাচা আইয়ুবের বিরোধ ছিল। এ বিরোধের সূত্র ধরে আইয়ুবের নেতৃত্বে নজরুল, আজিজুল ও এনামুল তাকে ডেকে নিয়ে যায়। পরে তার বুকে পাইপগান দিয়ে গুলি করে। গুলিটি বুকের একপাশে বিদ্ধ হয়ে বেরিয়ে গেলে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, জমি নিয়ে চাচার সাথে বিরোধের জের ধরে ওই গুলি করার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।
