পাবনা প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুর উপজেলার পুঙ্গঁলী গ্রামের মৃত: আফাজ মোল্লার ছেলে ফজের আলী (৫০) বজ্রপাতে মারা যায়। এলাকাবাসী জানায় ,প্রবল বৃষ্টি ও মেঘের প্রচন্ড গর্জনের মধ্যে আরকান্দি গ্রামের বিলে নৌকা চালানোর সময় শরীরের উপর বজ্রপাত হত্তয়ায় সে ঘটনা স্থলে মারা যায়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
