শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলে মরহুমের সমাধি সৌধে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি তারা এই শ্রদ্ধা জানান। সেখানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও শেখ মুজিবসহ ১৫ আগস্টে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।এর পর প্রধান মন্ত্রী বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
১৫ আগস্ট সকাল সাড়ে ৬টায় প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে ১৫ আগস্টের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

সকালের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতাবৃন্দ, ৩ বাহিনীর প্রধানরা,আওযামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। দেশের সব সরকারী, আধা-সরকারী, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বহিবিশ্বে অবস্থিত বাংলাদেশের কুটনেতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।
