শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারররফ হোসেন গণতন্ত্র রক্ষার জন্য সকলকে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া আন্দোলন করে যাচ্ছেন। আর ৪ সিটি করপোরেশনে তাদের জোট সমর্থিত প্রার্থীকে জয়ী করার মাধ্যমে জনগণ ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ওই কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন চলছে তা অব্যাহত রাখতে হবে। সেইসাথে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
