ads

বুধবার , ১৪ আগস্ট ২০১৩ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সাকা চৌধুরীর রায় যেকোনো দিন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০১৩ ৭:৪০ অপরাহ্ণ

sakaশ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৪ আগস্ট বুধবার ওই মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এটিএম ফজলে কবীর এর নেতৃত্বাধীন  ট্রাইব্যুনাল তা অপেক্ষমান তালিকায় রেখে ওই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্যকরণসহ মোট ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিচারিক কার্যক্রমের শেষ দিনে যুক্তি উপস্থাপন শেষ করেন আসামীপক্ষের আইনজীবী আহসানুল হক। তিনি দাবি করেন, প্রসিকিউশন তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সুতরাং তিনি এ মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন। এসময় তিনি মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডই দাবি করেন।
উল্লেখ্য, ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। ট্রাইব্যুনাল গঠনের পরপরই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংককে হত্যা, ধর্ষণ, অপহরণ ও হিন্দু নির্যাতনসহ ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের ৪ এপ্রিল এসব অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিএনপির ওই নেতার বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!