শ্যামলবাংলা ডেস্ক : আগামী এক মাস মিশরজুড়ে কারফিউ ঘোষণা করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এ কারফিউ কার্যকর হয়েছে।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাবা আল-আদাভিয়া চত্বর থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির হাজার হাজার সমর্থকের মধ্যে ভয়াবহ সংর্ঘর্ষের পর অন্তর্র্বতী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর কারুফিউ ঘোষণা করেন।
ওদিকে ইখওয়ানুল মুসলিমিন সেনা অভিযানে তাদের অন্তত ২,২০০ মানুষ নিহত ও ১০ হাজার মানুষ আহত হওয়ার দাবীকরলেও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে- উচ্ছেদ অভিযানের সময় মাত্র ৫৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মিশরের ইখওয়ান নেতা মোহাম্মাদ বেলতাগির ১৭ বছর বয়সী মেয়ে এবং ব্রিটেনের স্কাই টেলিভিশন চ্যানেলের এক ক্যামেরাম্যান রয়েছে।
