শ্যামলবাংলা ডেস্ক : বিপিএল এ ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের বিচারের জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
১৪ আগস্ট বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে জানান, ১০ সদস্যের এই প্যানেলে থাকবেন তিনজন আইনজীবী, তিনজন সুশীল ব্যক্তি ও চারজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি।
জানা গেছে সাবেক এই প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতে সম্মতি জানিয়েছেন ।
বিপিএল ফিক্সিং নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) মঙ্গলবার তাদের প্রতিবেদন বিসিবির কাছে হস্তান্তর করে ।
তবে চূড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত জড়িত নয়জনের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বোর্ড। আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিসিবির গঠিত ট্রাইব্যুনালেই জড়িতদের বিচার হবে। সব দায়- দায়িত্ব বোর্ডের। তাদের সব সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানান ।