শ্যামলবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ১৫ আগস্ট বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর ১১টায় তারা মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিবেন। সেখান থেকে তারা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়ে গেছে টুঙ্গিপাড়ায়। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর মাজার ও সমাধি সৌধ কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কালো কাপড়ে শোক তোরণ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
