শ্যামলবাংলা ডেস্ক : দেশে ইন্টারনেট সুবিধা বাড়ানো এবং বিল কমানোসহ ৬ দফা দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। কম্পিউটার সমিতির সভাপতি স্বনামধন্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার ১৪ আগস্ট এক অনুষ্ঠানে আগামী সপ্তাহেই আরো বেশকিছু সংগঠন ও সাধারণ মানুষ নিয়ে আন্দোলনের বড় প্লাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন। তার ওই ডাকে ইতোমধ্যে সাড়া দিয়েছে ১০ টি সংগঠন।
তথ্যপ্রযুক্তির এ যুগে ইন্টারনেট সেবা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত হলেও দেশে ইন্টারনেট সুবিধা বাড়ছে না, বাড়ছে ইন্টারনেট বিল। এরই প্রেক্ষাপটে ৬ দফা দাবি জানানো হচ্ছে। ৬ দফার মধ্যে রয়েছে ইন্টারনেট সেবা বৃদ্ধি, প্রতি মাসে এক এমবিপিএস গতির ব্যান্ডউইথের সীমাহীন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য ৫শ টাকার অনধিক না রাখা, ইন্টারনেটের চার্জ নিরুপনের সময় ডাটার পরিমাণে শর্তারোপ না করা, ২০১৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে থ্রিজি নেটওয়ার্ক নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পৌছে দেওয়া, প্রতিটি পৌর এলাকায় কমপক্ষে একটি করে ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, এর পূর্বে ১৯৯৬ সালে শুল্ক ও ভ্যাটমুক্ত কম্পিউটার যন্ত্রাংশ আমদানির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন সফল তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। সেই আন্দোলনের প্রেক্ষিতে দাবি মেনে নিয়েছিলো সরকার।
