স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা পুলিশ লাইনে কর্মরত মহিলা কনস্টেবল মোছাঃ জহুরা আক্তার মনা (২৩) শহরের চকপাঠকস্থ ভাড়াটে বাসায় ১২ আগস্ট সোমবার সন্ধ্যায় তার নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় বাড়ীর লোকজন বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েগেলে রাত ৯.৩০ সময় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনারপর পরই জহুরার স্বামী পলাশকে আটক করে এবং আত্মহত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে চেষ্ঠা চালাচ্ছে শেরপুর থানার পুলিশ । জানাগেছে এক সন্তানের জননী জহুরা আক্তার স্বামীসহ ভাড়াটে বাসায় থাকতেন ।
