স্টাফ রিপোর্টার : খাস জমি নিয়ে বিরোধ এবং বাজারে ইফতারের দোকান বসা নিয়ে ঝগড়ার জের ধরে শেরপুরের নকলা উপজেলার বিহারীরপাড় বাজারে দোকানপাট ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুতবিচার আইনের মামলায় ৩৯ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার ওই মামলার ৬১জন আসামী দ্রুতবিচার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ বয়স ও অসুস্থতা বিবেচনায় ২২ জনের জামিন মঞ্জুর করেন এবং অপর ৩৯ জনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২১ জুলাই রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দু’দল গ্রামবাসীর হামলায় বিহারীরপাড় বাজারের ২৫টি দোকান ভাংচুর ও লুটপাটসহ ৬টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানাপুলিশ ৭ জনকে আটক করে। এরপর ৯২ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা হলে পুলিশ তদন্ত শেষে ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
