শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার মথুরাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের আগ্নেয়াস্ত্র আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ আগস্ট মঙ্গলবার সকালে এ ঘটনার পর থেকে কুমিল্লা সংলগ্ন ভারতীয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ সদস্যরা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নিয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, ওই দিন সকালে মথুরাপুর সীমান্তে এক চোরাচালানিকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে এক বিএসএফ সদস্য। এ সময় বিজিবি সদস্যরা ওই চোরাচালানি ও বিএসএফ সদস্যকে আটকের চেষ্টা করলে ওই চোরাচালানি ও বিএসএফ সদস্য ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এ সময় বিএসএফ সদস্যের এসএলআর (আধা স্বয়ংক্রিয় )আগ্নেয়াস্ত্রটি জব্দ করে বিজিবি।
