ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পে ভারত-বাংলাদেশ চোরাচালানি, নারী ও শিশু পাচার এবং মাদকদ্রব্য পাচার রোধ, সীমান্ত হত্যা, সীমান্তরক্ষী বিএসএফের বাংলা ভাষা জানা ও দ’ুদেশের সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে পতাকা বৈঠক হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ওই বৈঠক অনুষ্টিত হয়।
বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে ভারতের প্রতিনিধি দলের প্রধান ডিআইজি বিজয় সরকারকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশের অপারেশন ট্রেনিং অফিসার (ঢাকা) কর্নেল এহসান।
ভারতের পক্ষে পতাকা বৈঠকে অংশগ্রহন করেন, ডিআইজি বিজয় সরকার (মোরাল অফিসার), অতিরিক্ত ডিআইজি এস.পি কেওয়াড়ী, ৪০ বিএসএফ সিও দিনেশ মুর্মু, সন্তীকার তিতাশ, ডিসি সুধির কুমার।
অপরদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অপারেশন ট্রেনিং অফিসার কর্নেল এহসান, ষ্ট্যাফ অফিসার মেজর শরীফ উদ্দিন ২৬ বিজিবি সিও(ভারপ্রাপ্ত) মেজর রায়হান।
বৈঠকে মাদক পাচার রোধ, নারী শিশু পাচার, সীমান্ত হত্যা ও উভয় দেশের সীমান্ত রক্ষীদের সৌহার্দ্য পূর্ন আচারন নিয়ে আলোচনা হয়।
পতাকা বৈঠকে এবার সবেেচয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে উভয় দেশের সীমান্ত রক্ষীদের বাংলা ভাষা বাধ্যতামূলক শিখতে হবে। এ ব্যাপারে বিএসএফ’র ডিআইজি বিজয় সরকার বলেন, সীমান্তরক্ষী বিএসএফে’র ৩ মাসের বাংলা ভাষার উপর কোর্স করানো হবে এবং কোর্স শেষে তাদের পরীক্ষা নেওয়া হবে।
