পাবনা সংবাদদাতা ঃ পাবনার সাঁথিয়ায় কোকলা খাতুন (২৫) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের সলঙ্গী গ্রামের মৃত আঃ আজিজ প্রামানিকের মেয়ে। কোকলার ২ বার বিয়ে হলেও উভয় স্বামী তাকে তালাক দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ১২ আগস্ট সোমবার সন্ধ্যায় সবার অগোচরে বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া দেবোত্তর পাড়া গ্রামে এক পাষন্ড মা নিজ হাতে ৮ বছরের মেয়েকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত তমা (৮) তফিজ উদ্দিনের মেয়ে। ঘটনাটি ঘটেছে, ১২ আগস্ট সোমবার সকাল ৮ টার দিকে। নিহত তমার পিতা তফিজ উদ্দিন সাংবাদিকদের জানান তার স্ত্রী প্রায়ই শিশুকন্যাকে বেদম মারধর করত। ঈদুল ফিতরের পর দিন সন্ধ্যায় সে মেয়েকে মেরে অজ্ঞান করে। চিকিৎসার পর প্রায় ২ ঘন্টা পরে তমার জ্ঞান ফিরে। সোমবার অন্যান্য দিনের ন্যায় সকাল ৭ টার দিকে বাড়ীর পাশে মাঠে তিনি কাজ করতে গেলে সুযোগ বুঝে তার স্ত্রী জাহানারা খাতুন মেয়েকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘড়ের আঁড়ার সাথে বেধে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, থানায় প্রাথমিকভাবে ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ঘটনায় এলাকায় নানা মুখী গুঞ্জন চলছে।
