পাবনা সংবাদদাতা : ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল। ১৩ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা থেকে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক, আইকে রোডসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা। এসময় তারা মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। হরতাল সমর্থকরা বিক্ষোভ থেকে সরকার বিরোধী বিভিন্ন শ্লে¬াগান দেয়। হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীতে তান্ডব চালায় জামায়াত-শিবির। এসময় তারা একটি যাত্রীবাহী বাস, ৭ টি মাইক্রোবাস, ১০/১২ টি সিএনজি চালিত অটোরিক্সা ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ ২৫ টি গাড়ী ভাংচুর করে। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। শহরের রেলগেট, আলহাজ্ব মোড়, বিমান বন্দর রোড, মিরকামারীসহ বিভিন্ন এলাকায় তারা পিকেটিংও করে।
এদিকে, জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল¬ার বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস পাবনা বা ঈশ্বরদীতে আসেনি। বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটে বাস-ট্রাক চলাচল। তবে, বিক্ষিপ্তভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি চলাচল করতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতা ঠেকাতে শহরের বাস টার্মিনাল, পোষ্ট অফিস মোড়, রেলগেট মোড়, সোনালী ব্যাংকের সামনে, রিকসা ষ্ট্রান্ড ও ঈশ্বরদী বাজারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে হরতালের সমর্থনে বেড়া উপজেলার পাচুরিয়া এলাকায় সোমবার রাত আটটার দিকে জামায়াত-শিবিরের ১৫/১৬ জন কর্মী মিছিল বের করলে পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো আব্দুল্লাহ (২০), এমদাদুল (১৮), ফজলুল হক (১৮) ও সুরুজ্জামান (২০)। মওলানা নিজামীর নির্বাচনী এলাকা বেড়া-সাঁথিয়া উপজেলায় বরাবরের মত এবারও হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।
