শ্যামলবাংলা ডেস্ক : সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে গলাচিপা থানায় আরও দুটি মামলা হয়েছে। ১১ আগস্ট রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিকন একটি এবং অন্য মামলাটি করেন এমপি রনির চাচা শ্বশুর ডাকুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি বদরুল ইসলাম খান বাদল । মামলা সূত্রানুযায়ী, গলাচিপার পানপট্টিতে ২০১০ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলায় এমপি গোলাম মাওলা রনি, তার শ্যালক ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মু. মকবুল হোসেন খানসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন শামসুজ্জামান লিকন। ২০১২ সালের ২৫ মার্চ হামলা ও চাঁদাবাজির অভিযোগে এমপি গোলাম মাওলা রনি, শ্যালক ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মু. মকবুল হোসেন খানসহ ১১ জনকে আসামি করে মামলা করেন বদরুল ইসলাম খান বাদল। গলাচিপা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, দুটি মামলারই তদন্ত চলছে। অপরদিকে সাংবাদিক মারধরের মামলায় কারাগারে আটক গোলাম মাওলা রনির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আখতারুজ্জামানের আদালতে রনির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়।
