শ্যামলবাংলা ডেস্ক : জামায়াতের ডাকা টানা দুই দিনের হরতালকে সামনে রেখে ১২আগস্ট সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
১ অগাস্ট হাইকোটের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণার পর তারা ১৩ ও ১৪ অগাস্ট সারা দেশে হরতালের ডাক দেয় ।
হরতালের সমর্থনে সিরাজগঞ্জ শহরের বড়বাজার এলাকায় সোমবার সকালে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তামজাদ হোসেন নামক পুলিশের একজন সদস্য আহত হন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ নুরুল ইসলাম ও আবদুল হাই নামের দুজন জামায়ত কর্মীকে আটক করে। এছাড়া রাজধানীর আজিমপুর, মগবাজার, ধোলাইপাড়, আরমানিটোলাসহ কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে । রাজধানীর মগবাজার এলাকায় দুপুরে জামায়ত-শিবির মিছিল বের করে। এসময় বাধার মুখে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। একই সময়ে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
