স্টাফ রিপোর্টার ঃ শেরপুর সদর উপজেলার টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টে টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশ চ্যামিপয়ন হয়েছে। ১১ আগষ্ট রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ধুপাঘাট ক্রিকেট একাদশ ও পশ্চিম টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশ। মাত্র ২ রানে ধুপাঘাট ক্রিকেট একাদশকে পরাজিত করে পশ্চিম টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশ চ্যামিপয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধুপাঘাট ক্রিকেট একাদশ নির্ধারিত ১২ ওভারে ৭৭ রান করে। জবাবে পশ্চিম টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশ ৭৭ রান করলে ম্যাচটি টাই হয়ে যায়। পরে সুপার ১ ওভারে পশ্চিম টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশ ৮ রান করে। জবাবে ধুপাঘাট ক্রিকেট একাদশ ১ওভারে ৬ রান করতে সক্ষম হয়। টূর্ণামেন্টে ৩৭ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় টাঙ্গারিয়াপাড়া ক্রিকেট একাদশের খাইরুল। অপরদিকে ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট হয় ধুপাঘাট ক্রিকেট একাদশ এর শুকুর আলী। খেলা শেষে চ্যাম্পিয়ন ও আনার্সআপ দলের মাঝে পুরষ্কার প্রদান করেন সাপ্তাহিক নতুন যুগের সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মেরাজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়নাল আবেদনি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ বজলুর রহমান, সহসভাপতি দেলোয়ার হোসেন, আলম মিয়া, আয়োজকদের মধ্যে জীবন, দীপু, সাইফুল, আলামীন, পীরু, হাফেজ আলামীন ও জীবু প্রমুখ। টূর্ণামেন্ট ১২টি দল অংশ গ্রহণ করে।
