শ্যামলবাংলা ডেস্ক :ইরানে প্রথম মহিলা উপ-রাষ্টপতি মনোনীত হয়েছেন এলহাম আমিনজাদে। ইরানী প্রেসিডেন্ট হাসান রোহানি তাকে উপরাষ্ট্রপতি পদে নিয়োগ করে একটি ডিক্রি স্বাক্ষর করেছেন। আইন বিষয়ক ক্ষেত্রে আমিনজাদে দেশের প্রশাসনে এত উচ্চ পদে থাকা প্রথম মহিলা হলেন। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন.তাঁর প্রয়োজনীয় বিজ্ঞানী সুলভ ক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে বলে আর তাঁর মানসিক গুণাবলীও খুবই প্রশংসনীয়। এর আগে তিনি দেশের প্রশাসনিক কয়েকটি পদে দায়িত্বে দক্ষতার স্বাক্ষর রাখেন।