স্টাফ রিপোর্টার : শেরপুর আইটি ক্লাবের ঈদ পূনর্মিলনী১১ আগস্ট রবিবার দুপুরে শেরপুর আইটি ইন্সটিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শেরপুর আইটি ক্লাবের সভাপতি জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে আরো উপস্থিত ছিলেন শেরপুর আইটি ক্লাবের সহ-সভাপতি জনাব শহীদুল ইসলাম মুকুল, সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি মাহমুদুর রহমান সূজা, পৃষ্ঠপোষক শাহরীয়ার রিপন, জাকির হোসেন বাচ্চু এবং তাপস কুমার সাহা। সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর মুক্ত আলোচনা শুরু হয়। এসময় আইটি ক্লাবের সদস্যবৃন্দ শেরপুরে আইটি তৎপরতা প্রসার সংক্রান্ত আলোচনা করে। পরবর্তীতে যাকজমক পূর্ণ একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এর পর, গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত দেশব্যাপী আই-জিনিয়াস অনুষ্ঠিত আই-জিনিয়াস কম্পিটিশনে সেরা চার পর্যন্ত অবদান রাখার জন্য আইটি ক্লাবের সদস্য শাদমান সাকিব সর্বকে সংবর্ধনা প্রদান করা হয়। সব শেষে প্রতি বারের মত এবারো গান পরিবেশনার মাধ্যমে একটি আনন্দঘন মুহূর্তের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
