বিশেষ প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডে দুটি টিনের দোকানে অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১১ আগস্ট রবিবার ভোরে ওই গোডাউনের ভিতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডে পিনাকি এন্ড কোং ও আলভি এন্ড কোং নামে টিনের গোডাউন দুটি ঈদ উপলক্ষ্যে বন্ধ ছিল। রবিবার ভোরে ওই দোকান দুটিতে আগুন জ্বলে ওঠে। পরে শেরপুর জেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে পিনাকি এন্ড কোং ও আলভি এন্ড কোং এর স্বত্ত্বাধিকারী মোতাহারুল ইসলাম লিটন আর জয়ন্ত কুমার দত্ত জানান, দুটি দোকানেই টিনের গোদাম ছিল। আগুনে অন্তত: ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
