পাবনা সংবাদদাতা ঃ পাবনার ফরিদপুর উপজেলায় অজ্ঞাত এক তরুনীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফরিদপুর-বাঘাবাড়ী সড়কের গোপালনগর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। লাশটির গলায় ওড়না পেঁচানো ছিল। অন্য কোথায়ও দুর্বৃত্তরা মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে বলে পুলিশের ধারনা।
