শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করে বলেছেন আগামী নির্বাচন প্রধান দুই দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ।
বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে ঈদের দিন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আল্লাহর কাছে দোয়া চেয়ে এরশাদ বলেন, , দেশে নির্বাচন হোক, শান্তি ফিরে আসুক। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। অনেক ত্যাগের মাধ্যমে আমরা গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে, দেশের মানুষের শান্তির স্বার্থে সংঘাতের রাজনীতির অবসান ঘটুক। আর ভবিষ্যতে এমনটাই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।