শ্যামলবাংলা ডেস্ক : লেবাননের সীমান্ত লঙ্ঘনের ইসরাইলের প্রতি কড়া প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার লেবাননের ভেতর বিস্ফোরণে আহত ইসরাইলি সেনারা দেশটির সীমান্ত লঙ্ঘন করেছিল বলে জাতিসংঘের তদন্তে ধরা পড়ার পর সংস্থাটি এ প্রতিবাদ জানাল ।
লেবাননে মোতায়েন জাতিসংঘের অর্ন্তবর্তী বাহিনী ইউনিফিলের কমান্ডার পাওলো সেররা বলেছেন, “ইসরাইলি সেনারা যে লেবাননের ‘ব্লু লাইন’ সীমান্ত অতিক্রম করেছে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হযেছে। যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।”
লেবাননের সেনাবাহিনী গত বুধবার ইউনিফিলের কাছে এই মর্মে অভিযোগ জানায় যে, ইসরাইলি সেনাবাহিনীর একটি টহল ইউনিট জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইন সীমান্ত অতিক্রম করার পর মঙ্গলবার রাতের বিস্ফোরণ ঘটে। ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী ওই বিস্ফোরণে তাদের চার সেনার আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ইসরাইলের বিরুদ্ধে লেবানন সরকার বারবার সেদেশের সীমান্ত লঙ্ঘনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাওয়াফ সালামকে শুক্রবার এ অভিযোগ জানানোর দায়িত্ব দেয়া হয়েছে।
