যশোর সংবাদদাতা : সম্প্রতি বেনাপোল সীমান্তে বিজিবির সাথে চোরাচালানিদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জন চোরাচালানির নামে মামলা হয়েছে। আটক আতঙ্কে ঈদের আগের দিন রাত থেকে ঘর ছেড়েছে আসামীরা। ঈদের দিন সকালে পুলিশ বাড়ি বাড়ি ছাড়াও ঈদগাহে আসামিদের ধরতে অভিযান চালিয়েছে।
উক্ত মামলার আসামিরা হচ্ছে বেনাপোলের গাতিপাড়া গ্রামের আলা উদ্দিন,জহর আলী, ফজলু, বড়আঁচড়া গ্রামের গোলজার, সাজো, শাহাজান, ইমরান, হান্নান, জাহাঙ্গীর, জামাল মোড়ল, শফিক, ছালাম, আজিজ, শফিক, ফারুক, ইউনুচ, শওকাত, তাত উদ্দিন, শফি মল্লিক, জিয়া, ভবেরবেড় গ্রামের মল্লিক, মোহম্মাদ আলী, রাজু, বাবু, রাশেদ, মাহাবুর, শাহিনা, হান্নান, কামারবাড়ি মহল্লার আলী আহম্মদ, মহি, তবি, এছাড়া আরো অজ্ঞাত ৩০জন চোরাচালানির নামে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।
বেনাপোল বন্দর থানার এসআই আব্দুল আজিজ জানান, গত ২ আগস্ট চোরাচালানিরা বিপুল পরিমান ভারতীয় পন্য নিয়ে সীমান্ত অতিক্রম করে বেনাপোল বাজারের দিকে আসছিল। এ সময় শিকড়ি বটতলা নামক স্থানে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাচালানিদের সাথে বিজিবির সংঘর্ষে ৩ বিজিবি সদস্য গুরুতর আহত হয়।
এ ঘটনায় চোরাচালানিদের সনাক্ত করার পর খুলনা ২৩- বিজিব পুটখালি ক্যাম্পের সুবেদার আলাউদ্দিন বাদি হয়ে এ মামলা করেন।
