শ্যামলবাংলা ডেস্ক : শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল-ফিতরের নামাজ। দেশের বিভাগীয়, জেলা, উপজেলাসহ সর্বত্রই ঈদগাহ মাঠগুলোতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথভাবে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলিমউম্মাহ নিজেদের পাশাপাশি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন।
