শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এক বাণীতে শেরপুরের প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবী, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।
৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলবাংলাকে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এবার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও সুব্যবস্থার কারণে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে দেশবাসী নির্বিঘেœ ঈদে পূর্ণাঙ্গ আনন্দ উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন এবারের ঈদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বয়ে নিয়ে আনবে।
