শ্যামলবাংলা ডেস্ক : সৌদি আরবের সাথে মিল রেখে ৮ আগস্ট বৃহস্পতিবার দেশের ৯টি জেলার ১৪২ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আমাদের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো তথ্যমতে, সৌদির সাথে মিল রেখে সবচেয়ে বেশি ঈদের জামাত হয়েছে চট্টগ্রাম জেলায়। এ জেলার ৩টি উপজেলায় দীর্ঘদিনের রেওয়াজের ধারাবাহিকতায় ৭০ টি গ্রামে বৃহস্পতিবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাঁদপুর জেলার ৪০টি, পটুয়াখালীর ২২ টি, ভোলার ১৪টি, পিরোজপুরের ৬টি, শেরপুরের ৩টি এবং নারায়ণগঞ্জ, মৌলভীবাজার ও জামালপুর জেলায় ১টি করে গ্রামে ঈদের জামাত হয়েছে। ঈদের জামাতের পাশাপাশি এসব এলাকার মুসলিমরা যথারীতি ঈদুল ফিতরের উৎসব পালন করেছেন।
