ঝিনাইগাতী প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-০৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে গণসংযোগের মাঠে নেমেছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম। তিনি বর্তমানে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিদিনই তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে মতবিনিময় করে আসছেন। বুধবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবী বিতরণ করেন। ৮ আগস্ট বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নেতাকর্মীদের সাধে মতবিনিময়ের পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন।
