স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরে এক ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় ৮ আগস্ট বৃহস্পতিবার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে পৌর শহরের পশ্চিম বাজার মহল্লার মৃত রহিমদ্দিনের ছেলে রুবেল ও কালু মিয়ার ছেলে শাহেব আলী। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তবে আরও জিজ্ঞাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের নির্দেশে ডাকাতি ঘটনায় জড়িত দুর্বৃৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ব্যাংক থেকে ঋণ উত্তোলনের খবর পেয়ে একদল দুর্বৃত্ত মুখোশ পরে শ্রীবরদী পৌর শহরের পূর্বছনকান্দা মহল্লার মোস্তুফা রাইচ মিল মালিক নুদু মিয়ার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় বাধার মুখে ডাকাতদল গৃহকর্তাসহ পরিবারের ৪ সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে। এরা হচ্ছে গৃহকর্তা নুদু মিয়া (৫৫), তার স্ত্রী পাঙ্খা বেগম (৫০), ছেলে হালিম (৩০) ও পুত্র বধূ লিপা বেগম (২৫)। আহতরা এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
