ads

বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অভ্যন্তরিণ কোন্দলে সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মী গুরুতর আহত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৮, ২০১৩ ১২:১১ পূর্বাহ্ণ

DSC00264স্টাফ রিপোর্টার : ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত যখন সর্বস্তরের মানুষ, ঠিক  সেই মুহূর্তে শেরপুরে অভ্যন্তরিণ কোন্দলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে নিজামুল হাসান লিয়ন (১৮) নামে এক ছাত্রদল কর্মী। সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং শহরের গৌরীপুর মহল্লার ব্যবসায়ী সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। ৭ আগস্ট বুধবার সন্ধ্যায় জেলা শহরের রঘুনাথ বাজারস্থ বিএনপি কার্যালয়ের বিপরীতপার্শ্বে থাকা চায়ের দোকানে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রদল কর্মী লিয়ন এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বুধবার সন্ধ্যার পর সহকর্মী বন্ধু ফারুককে সঙ্গে নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের বিপরীত পাশে থাকা থাকা চায়ের দোকানে অবস্থানকালে কয়েকজন যুবক লিয়নকে পেছন দিক থেকে দেশিয় অস্ত্র দিয়ে উপূর্যপুরি মাথায় ও মুখে আঘাত করে। এসময় লিয়ন রক্তাক্ত হয়ে ওই চায়ের দোকানে লুটিয়ে পড়লে যুবকরা দ্রুত সটকে পড়ে। পরে ফারুকসহ সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে হামলায় রক্তাক্ত ক্ষত নিয়ে লিয়ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার মাথায় ৩/৪ টি জখমের ১৩টি সেলাই ও নাকেমুখে সেলাই দেওয়া হয়েছে। এ সময় সে মৃদুস্বরে জানায়, সম্প্রতি শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ডিজিটাল মেলা চলাকালে সামান্য মনোমালিন্য ও তর্কাতর্কিকে কেন্দ্র করে একই সংগঠনের মানিক, তারা, কাঞ্চন ও নাঈমসহ কয়েকজন তার উপর অতর্কিতে ওই হামলা চালায়। রাত ১১টা পর্যন্ত খোজ নিয়ে জানা গেছে, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সদর থানার ওসি মাজহারুল ইসলাম ওই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই এসআই রঞ্জনা দত্ত ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে আহত লিয়নকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে এ বিষয়ে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন বিকেলে শহরের চকটপাঠক মহল্লায় পূর্ব শত্র“তার জের ধরে নাজমুল (২০) নামে এক রংবার্ণিশ মিস্ত্রিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনাটিও লিয়নের উপর হামলাকারী যুবকদের দ্বারা সংঘটিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!