জিয়াউর রহমান জিয়া, রাজীবপুর : ব্রহ্মপুত্র নদে খেয়ার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে আরও ১২ জন নিখোঁজ রয়েছে। ৮ জুলাই বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদে ওই নৌকা ডুবির ঘটনাটি ঘটে রাজীবপুর উপজেলার বড়বেড় চরে।
নিহত শিশুর নাম মানিক মিয়া (৬)। উপজেলার বড়বেড় চরের দিনমজুর শাহজাহান আলীর পুত্র। সে খেয়ার নৌকাযোগে নয়াচর বাজারে যাচ্ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদের ওপারে বড়বেড় চর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শ্যালো মেশিন চালিত খেয়ার নৌকাটি নয়াচর বাজারে আসছিল। কিন্তু নদে অতিরিক্ত স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়। অনেক সাঁতরিয়ে জীবন বাঁচায়। নৌকাটিতে ৭০/৮০ জন যাত্রী ছিল। এরা সবাই ভিজিএফ’র চাল নেওয়ার জন্য মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। মোহনগঞ্জ ইউপি মেম্বার আবুল কাশেম জানান, এখন পর্যন্ত একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আরও ১২ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
