শ্যামলবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর চলন্ত বাসের ছাদ থেকে যমুনা নদীতে পড়ে ৩ যাত্রী নিখোঁজ হয়েছেন। এরা হচ্ছেন দিনাজপুরের খানসামা উপজেলার মাদারডাঙ্গা গ্রামের বেল্লাল (২৫), হাবীব (২৮) ও ফুলচান (৩০)। ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সেনা সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে গীতাঞ্জলি নামের একটি বাস ৭০/৮০ জন পোশাকশ্রমিক নিয়ে দিনাজপুরের খানসামার মাদারডাঙ্গায় যাওয়ার পথে যাত্রীদের সঙ্গে বাসের চালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক এলোপাতাড়ি গাড়ি চালাতে থাকেন।
সকাল নয়টার দিকে চালকের খামখেয়ালিতে বাসটি বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ছাদে থাকা ৭ জন যাত্রী ছিটকে পড়েন। এদের মধ্যে ৪ জন নদীতে ও অন্যরা সেতুর ওপর পড়ে যায়। পরে মাঝিরা নায়েব আলী (২৪) নামে একজনকে উদ্ধার করলেও অন্য ৩ জনকে খোজে পাওয়া যায়নি। এ ছাড়া সেতুর ওপর পড়ে আহত খানসামার মাদারডাঙ্গা গ্রামের হান্নান মিয়া (২২), ইউসুফ আলী (২৫) ও নজরুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, চালক বাসটি সেতুর ওপর ফেলে পালিয়ে যাওয়ায় প্রায় আধ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে বাসটি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
