ঝিনাইগাতী প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার সামাজিক সংগঠন শিকড়ের উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক রেজাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, শিকড়ের সাধারন সম্পাদক ডাঃ সাইফুল আমিন মুক্তা, ডা: আব্দুল করিম, ডাঃ সাইফুল ইসলাম, আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান আকন্দ, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, প্রভাষক নজরুল ইসলাম, শিক্ষক রুস্তম আলী, শিক্ষক মাসুদুর রহমান (মাসুদ), যুবলীগ নেতা বিশ্বজিৎ, সাংবাদিক আব্বাস উদ্দিন, খোরশেদ আলম, এম.খলিলুর রহমান প্রমূখ। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার শিক্ষিত যুবকদের সংগঠন শিকড় দীর্ঘদিন থেকে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
