ads

বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ বিনোদন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৮, ২০১৩ ৯:০১ অপরাহ্ণ

Bangladesh Channel Logoশ্যামলবাংলা বিনোদন : এবারের ঈদে প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই থাকছে প্রতিযোগিতামূলক বিশেষ আর্কষণ, ঈদ বিনোদন- যা ঈদের ছুটিতে দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন। বিভিন্ন চ্যানেলের উল্লেখযোগ্য অনুষ্ঠানসূচী শ্যামলবাংলার পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হল :
একুশে টেলিভিশন
নাটক : আমার বউ সব বুজে। প্রচার সন্ধ্যা ৭টা ২০ মিনিট। এ টি এম. শামসুজ্জামানের গল্প এবং হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সুজাতা, ড. এনামুল হক, স্বাধীন খসরু প্রমূখ। এছাড়া নাটক ‘স্ত্রী’। প্রচার ঈদের দিন রাত ১০টা। গিয়াস উদ্দিন সেলিমের রচনা এবং পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন ইরশে যাকের, তারিন, রুহি প্রমূখ। একই সুরের সুতোয় বাঁধা। প্রচার রাত ১১টা ২০ মিনিট। মান্নান হীরা’র রচনায় এবং আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় এ নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, গোলম ফরিদা ছন্দা, শাহদে।
টেলিফিল্ম : পরমার গল্পে আমি নেই। প্রচার বিকাল ৪টা ৫ মিনিট। মোহাম্মদ আশিকুর রহমানের রচনা এবং পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, প্রভা, কায়েস চৌধুরী।
চলচ্চিত্র : সবাই তো সুখী হতে চায়। প্রচার সময় দুপুর ১২ টা ৩০ মিনিট। অভিনয় করেছেন ইমন, পূর্ণিমা, বাপ্পারাজ, রাজ্জাক, ববিতা।

Shamol Bangla Ads

চ্যানেল আই
নাটক : ‘আংগুল’। প্রচার রাত ৭ টা ৫০ মিনিট। হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে লাক্স সুপারস্টার সামিহা, ফারুক আহমেদ প্রমূখ। ‘ফর দ্যা পিপল’। প্রচার সময় রাত ৭ টা ৫০ মিনিট। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয়ে তারিক আনাম খান, মোশাররফ করিম, বন্যা মির্জা প্রমূখ।
টেলিফিল্ম : ‘শুকনো পাতার ভালবাসা’। প্রচার বেলা ১১ টা ৩০  মিনিট। ফারুক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয়ে নোবেল, বিন্দু, তাহসিন, ডাঃ এজাজ, সাজ্জাদ প্রমূখ।
চলচ্চিত্র : ‘কাজলের দিনরাত্রি’। প্রচার বেলা ২ টা ৩০ মিনিট। মুহম্মদ জাফর ইকবালের কাহিনী অবলম্বনে এবং সজল খালেদ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন তারিন।

এটিএন বাংলা
নাটক : ৫ পর্বের নাটক ‘ভুল ঠিকানায় যাত্রা’। প্রচার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে। রচনা ও পরিচালনায়  মোহন খান। অভিনয়ে সজল, শাহেদ, রুমানা, শখ, মেহজাবীন, সাবাবা মোহন, আশরাফ কবীর, অঞ্জনা প্রমূখ। ‘আলাল দুলাল ৩য় পত্র’। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। রচনা ও পরিচালনা মীর সাব্বির। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, নওশীন, আহসানুল হক মিনু প্রমূখ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক। ‘নীল আকাশে কালো মেঘ’। প্রচার হবে রাত ১১টা ৫০মিনিটে। রচনা ও পরিচালনা বনী চৌধুরী।
টেলিফিল্ম : ‘জুয়ারী’ প্রচার হবে বিকেল ৩টা ৫মিনিটে। রচনা গিয়াসউদ্দিন সেলিম, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ, তারিন, অপূর্ব, হাসান ইমাম প্রমূখ।
সঙ্গীতানুষ্ঠান : ‘হৃদয়ের গল্প’ প্রচার হবে ৫টা ২০মিনিটে। অংশগ্রহণে এস আই টুটুল, ডলি সায়ন্তনী, বালাম, ফাহমিদা নবী, শাকিলা জাফর। শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মন আঁধার’। প্রচার হবে রাত ১০টা ৪০মিনিটে।
চলচ্চিত্র : ‘কাবিননামা’ প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, অরুনা বিশ্বাস, কাজী হায়াৎ, কাবিলা প্রমূখ। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন।

Shamol Bangla Ads

বাংলাভিশন
নাটক : ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশারফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, আরফান, আহসান কবির, হারুণ, রিপন প্রমূখ। ‘হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনি’। প্রচার হবে রাত ৮টা ১০মিনিটে। রচনায় বিপাশা হায়াত, পরিচালনায় তৌকির আহমেদ। অভিনয়ে তৌকির আহমেদ, তারিন প্রমূখ।
৬ পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। প্রচার হবে রাত ১১টা ১০মিনিটে। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে  মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়, হারুণ, তুলি, আফতাব, খদিজা, পঙ্কজ প্রমূখ।
‘ফড়িং’। প্রচার হবে রাত ১১টা ৫৫মিনিটে। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, মীম, আল মনসুর প্রমূখ।
টেলিফিল্ম : ‘বিশ্বাস করুন সবই মিথ্যা’। প্রচার হবে বিকেল ২টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় মোহন খান। অভিনয়ে সজল, বিন্দু, তানভীর হোসেন প্রবাল, নাদের চৌধুরী, লুনা নীহারিকা, চন্দন চৌধুরী প্রমূখ।
চলচ্চিত্র : ‘চাচ্চু’। প্রচার হবে সকাল ১০টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, ডিপজল, অপু বিশ্বাস, দিঘী প্রমূখ।

এনটিভি
নাটক : ধারাবাহিক নাটক: ‘মানিব্যাগ’। প্রচার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। রেদওয়ান রনি’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মিশু সাব্বির, সুমন পাটওয়ারী, উর্মিলা প্রমূখ।
বিরতিহীন নাটক: ‘এক্লিপস’। প্রচার রাত ৮ টা ১০ মিনিট। মাবরুর রশিদ বান্নাহ্’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- তাহসান খান, জাকিয়া বারী মম, অপর্ণা ঘোষ, মাসুদ আলী খান প্রমূখ।
তিন পর্বের ধারাবাহিক নাটক ‘গোলমাল’।  প্রচার রাত ৯ টা ৫০ মিনিট। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা মৌসুমী, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, ডা: এজাজুল ইসলাম, সাজু খাদেম, শামীমা নাজনীন প্রমূখ।
নাটক: ‘মোবাইল কোর্ট’। প্রচার রাত ১১ টা ১৫ মিনিট। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তিশা, শামীমা নাজনীন, তারিক স্বপন, আইরিন তানি, রোবেনা করিম জুই, মিলন ভট্টাচার্য্য প্রমূখ।
টেলিফিল্ম : ‘আনন্দ’। প্রচার  দুপুর ২টা ৩৫ মিনিট। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- সুমাইয়া শিমু, সজল, হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, প্রিসিলা পারভীন, মনিরুজ্জামান, কেয়া, রাসেল প্রমূখ।
চলচ্চিত্র : ‘মন যেখানে হৃদয় সেখানে’। প্রচার সকাল ১০টা ০৫ মিনিট। শাহীন সুমনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, রতœা, নিরব, আলীরাজ ও ববিতা।

বৈশাখী
নাটক : ‘নিয়ত নিয়তি নিতান্তই’। প্রচার হবে বিকেল ৩টায়। রচনা ও পরিচালনায় শাহেদ শরীফ খান। অভিনয়ে তৌকির আহমেদ, হোমায়রা হিমু, প্রসূন আজাদ।
‘এই সম্পর্কের নাম জানি না’। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনায় সাগর জাহান, পরিচালনায় রতন রিপন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, তানিয়া হোসেন প্রমূখ।
‘বরিশাইল্যা পোলা কোটি টাকা তোলা’- পর্ব ১। প্রচার হবে রাত ১০টা ২৫মিনিটে। রচনায় শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে- জাহিদ হাসান,  মীর সাব্বির, বিন্দু প্রমূখ। ‘একজন ভদ্রমহিলা অথবা মায়ের গল্প’। প্রচার হবে রাত ১১টায়। রচনায় তৌহিদুর রহমান এবং পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, রিচি সোলায়মান, হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমূখ।
চলচ্চিত্র : ‘ও প্রিয়া তুমি কোথায়’। প্রচার হবে সকাল ১০টা ২৫মিনিটে। অভিনয়ে শাকিব খান, রিয়াজ, শাবনুর প্রমুখ।

দেশ টিভি
নাটক : ‘ভূতগুলো ডাকাত হলো’। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ প্রমূখ। ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’। প্রচার হবে রাত ৯টায়। রচনা ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে আসাদুজ্জামান নূর, শহিদুজ্জামান সেলিম, মেহজাবিন প্রমূখ।
চলচ্চিত্র : ‘টাকার চেয়ে প্রেম বড়’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, কাবিলা, নাসরিন প্রমূখ।
সঙ্গীতানুষ্ঠান : ‘সোনালী দিন রূপালী গান’। প্রচার হবে বিকেল ৩টায়। অংশগ্রহণে অনুপ বড়ুয়া এবং শিমু দে। ‘কল এর গান’। প্রচার হবে রাত ৯টা ৪৫মিনিটে। শিল্পী অনুপম রায়।

আরটিভি
নাটক : যাত্রাভঙ্গ [১ম পর্ব]। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩মিনিটে। রচনা ও পরিচালনায় শিমুল সরকার। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম,  রুনা খান প্রমূখ।
‘ফরেন জামাই’। প্রচার হবে রাত ৭টা ১০মিনিটে। রচনা শাহ মো: নাইমুল করিম। পরিচালনায় সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নওশীন, মনিরা মিঠু প্রমূখ।
‘ভূতের ছানা’। প্রচার হবে রাত ৯টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয়ে তারিক আনাম খান, মৌসুমী হামিদ, দিপান্বিতা প্রমূখ।
‘ছেলেটি নিরবে চলে গেল’ [১ম পর্ব ] প্র্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। রচনা  কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সালাহউদ্দিন লাভলূ। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ফজলুর রহমান বাবু, প্রভা, লিজা, ছন্দা ,সায়কা আহমেদ, মাসুম আজিজ, গোলাম হাবিব মধু প্রমূখ।
টেলিফিল্ম : দদু’জনে একাদ। প্রচার হবে দুপুর ১২টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় মোহন খান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, প্রভা প্রমূখ।
চলচ্চিত্র : ‘মন বসে না পড়ার টেবিলে’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। অভিনয়ে  রিয়াজ, শাবনূর প্রমূখ।
সঙ্গীতানুষ্ঠা
লাইভ স্টুডিও কনসার্ট। প্রচার হবে রাত ১১টা ৪৫মিনিটে। অংশগ্রহণে পুলক ও কর্নিয়া।

জিটিভি
নাটক : ‘রাইটার’। প্রচার হবে বিকেল ৩টা ৩০মিনিটে। ‘শখ’। প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। পরিচালনায় সালাউদ্দিন লাভলু।
চলচ্চিত্র : ‘তুমি আমার প্রেম’। প্রচার হবে সকাল ১১টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
সঙ্গীতানুষ্ঠান : ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘গানে গানে কিছুক্ষণ’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। অংশগ্রহণে ইমরান ও নির্ঝর। সঙ্গীতানুষ্ঠান ‘গান সাগরে ভাসি’। প্রচার হবে ৫টা ৪৫মিনিটে। অংশগ্রহণে পলাশ এ্যান্ড ফ্রেন্ডস।

মাছরাঙা
নাটক : ধারাবাহিক ‘মানিকজোড়’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় এম আর মিজান। অভিনয়ে মোশাররফ করিম, মিলন ভট্ট, শামীমা নাজনীন, হাসান ইমাম, আরফান প্রমূখ। একক নাটক গ্রামীণ ফোন নিবেদিত বিশেষ নাটক। প্রচার হবে রাত ৭টা ৪০মিনিটে।
টেলিফিল্ম : ‘অপেক্ষায় থাকুন’। প্রচার হবে বিকেল ২ টা ৩০মিনিটে। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে তিশা, নিশো, কায়েস চৌধুরী প্রমূখ।
চলচ্চিত্র : ‘স্বামীর সংসার’। প্রচার হবে সকাল ৯ টা ৪০মিনিটে। পরিচালনায় জাকির হোসেন রাজু। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
সঙ্গীতানুষ্ঠান: ‘চিরসবুজ গান’। প্রচার হবে দুপুর ১টায়। উপস্থাপনায় দিনাত জাহান মুন্নী।
স্টুডিও ফোনোলাইভ কনসার্ট ‘রাঙারাত’। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। অংশগ্রহণে জেমস ও নগরবাউল।

চ্যানেল  নাইন
নাটক : ধারাবাহিক নাটক ‘ব্লাফ মাষ্টার’ [১ম পর্ব]। প্রচার হবে বিকেল ৫টা ৫৫মিনিটে। পরিচালনায় রাজিবুল ইসলাস রাজিব। ধারাবাহিক নাটক: ‘দ্যা গ্রেট মামা সেন্টার’ [১ম পর্ব]। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনা সৈয়দ জিয়া উদ্দিন জিয়া। পরিচালনায় রেজোয়ান আলম হীরা। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, নিশো, ফারাহ রুমা, জোতিকা জ্যোতি প্রমূখ।
নাটক ‘আমিও অভিমান করতে জানি’। প্রচার হবে রাত ৮টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় লুৎফুন নাহার মৌসুমী। অভিনয়ে রওনক হাসান, স্বাগতা, সুষমা সরকার প্রমূখ। নাটক ‘নূপুর’। প্রচার হবে রাত ১০টা ৩৫মিনিটে। চিত্রনাট্য দাউদ হোসেন রনি, পরিচালনায় পার্থ সরকার। অভিনয়ে নিপুণ, সজল, একে আজাদ সেতু প্রমূখ।
টেলিফিল্ম : ‘কবিতার নারী অকবিতার নারী’। প্রচার হবে দুপুর ২টা ৩৫মিনিটে। রচনা সৈয়দ জিয়া উদ্দিন। পরিচালনায় গোলাম মুক্তাদির শান। অভিনয়ে তৌকির আহমেদ, নওশাবা, স্বর্ণা, ইমন. মারিয়া, রাজিব সালেহীন।
চলচ্চিত্র : ‘ও সাথীরে’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় শাফি ইকবাল। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিজু আহমেদ প্রমূখ।
সঙ্গীতানুষ্ঠান : পালা গানের অনুষ্ঠান ‘ভাসান পালা-১’। প্রচার হবে বিকেল ৪টা ৫০মিনিটে। পরিচালনা রুহুল তাপস। মিউজিকাল লাইভ অনুষ্ঠান। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। পরিচালনা সাইফ উদ্দিন রিফাত।

এসএ টিভি
নাটক : ‘কবিরাজের বউটার একজন ছেলে বন্ধু ছিল’। প্রচার হবে রাত ৯টায়। রচনা কাজী শহীদুল ইসলাম। পরিচালনায় সালাউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মম প্রমূখ।
বিশেষ ধারাবাহিক ‘সাঙরিলা’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। রচনা তৌকির আহমেদ। পরিচালনায় শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, আজিজুল হাকিম, জয়া আহসান, তারিন, নওশীন, প্রসুন আজাদ, শানু।
সঙ্গীতানুষ্ঠান : একক সঙ্গীতানুষ্ঠান। প্রচার হবে রাত ১১টায়। অংশগ্রহণে কুমার বিশ্বজিত।

এশিয়ান টিভি
নাটক : দলুকোচুরিদ। প্রচার হবে রাত ৭টা ৩০মিনিটে। রচনা নুজহাত আলভী। পরিচালনায় শাহীন কবির টুটুল। অভিনয়ে সজল, শখ, মম, মেহজাবিন, বিন্দু প্রমূখ। ধারাবাহিক ‘জীবন সংসার’। প্রচার হবে রাত ৮টা ৩০মিনিটে। প্রযোজনায় মাঈনুল হাসান খোকন। অভিনয়ে মীর সাব্বির, বাঁধন, ছবি, দিতি। অতিথি চরিত্রে অনন্ত, বর্ষা, অপু বিশ্বাস, মাইলস, তমা মির্জা, আগুন, শুভ্র দেব, নির্ঝর, ইমরান, পুতুল, নিলয়, মিম।
ধারাবাহিক ‘সেকেন্ড ইনিংস’। প্রচার হবে রাত ৯টা ৩০মিনিটে। প্রযোজনায় ইদ্রিস হায়দার। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, চম্পা, সাবেরি আলম, আসিফ, মৌসুমি হামিদ। অতিথি চরিত্রে ফেরদৌস, ওমর সানি, আমিন খান, দিলরুবা খান, নওশীন, হিল্লোল, মিম প্রমুখ। ধারাবাহিক ‘অতপর বিয়ে’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। অভিনয়ে হাসান মাসুদ, সিদ্দিক, হাসান জাহাঙ্গীর, নাফিজা প্রমূখ।
চলচ্চিত্র: দভালোবাসার লাল গোলাপদ। প্রচার হবে সকাল ১০টায়। পরিচালনায় মোহাম্মদ হোসেন জেমী। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, অপু বিশ্বাস, ববিতা প্রমূখ।
সঙ্গীতানুষ্ঠান : রুনা লায়লা ও ঊষা উত্থুপ এর অংশগ্রহণে মিউজিক আওয়ার প্রচার হবে রাত ১১টা ৩০মিনিটে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!