রাজীবপুর সংবাদদাতা : আগুনে পুড়ে জাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিজের থাকার ঘর আগুনে পুড়ে ছাই হওয়ার সঙ্গে নিজেও ছাই হয়ে যান। ৮ আগস্ট বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে রাজীবপুর উপজেলার দক্ষিন কাচারিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। তবে রান্নাঘর আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত গৃহবধুর স্বামী সিরাজুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাদের ঘরে ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। সন্তানরা আগুন লাগা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলেও তাদের মা জাহানারা বেগম বের হতে পারেনি। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
