স্টাফ রিপোর্টার : শেরপুরে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসমাজের উদ্যোগে দু:স্থ-গরিব ও এতিমদের মাঝে চিনি সেমাই বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট বুধবার বিকেলে ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার ২শ জন গরিব-দু:স্থ ও এতিম পরিবারের মধ্যে ওই চিনি সেমাই বিতরণ করা হয়।
ওই চিনি সেমাই বিতরণকালীন সময়ে যুবসমাজের পক্ষে প্রতিনিধিত্ব করেন মোঃ রকিবুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ আলমসহ আরও ১৫ জন উদ্যমী যুবক। বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সুষ্ঠ-সুন্দরভাবে ওই বিতরণকার্য সম্পন্ন করেন।