স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন ননী (৫৫) ৭ আগস্ট বুধবার ভোরে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে….রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবত দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। তিনি স্ত্রী,এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ আছর স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম সর্ম্পকে আলোকপাত করেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা সম্পাদক রফিকুল ইসলাম আধার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছাদেক আলী মাষ্টার, বিএনপি নেতা লুতফর রহমান মানিক, অধ্যক্ষ গোলাম হাসান সুজন, বশিরুল ইসলাম শেলু, ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মিতুল ও মরহুমের একমাত্র পুত্র পনির। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
