শ্যামলবাংলা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি রাশিয়ার সাথে তার দেশের সম্পর্কের উত্কর্ষগত বিকাশের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, এমন সময়ও আসে যখন আমাদের সম্পর্ক আবার গড়িয়ে যায় শীতল যুদ্ধের যুগে. কিন্তু আমি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বলছি, যে এ সবই অতীত, আমাদের দৃষ্টিনিক্ষেপ করতে হবে ভবিষ্যতের দিকে. এবং এমন কোনো উপসর্গ নেই, যার দরুন আমরা আজকের দিনের তুলনায় আরও ফলপ্রসূ সহযোগিতা করতে পারি না।
৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় এনবিসি টেলিচ্যানেলে ‘টু নাইট শো’ প্রোগ্রামে ওই বার্তা পাঠিয়েছেন ওবামা। গোপন তথ্য ফাঁস করার অভিযোগে অপরাধী সাব্যস্ত সিআইএ’র প্রাক্তন কর্মচারী এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ায় সাময়িক অভিবাসন দেওয়ায় এবং আমেরিকার হাতে তুলে না দেওয়ায় ওবামা হতাশা ব্যক্ত করেন। সেইসাথে ওবামা জোর দিয়ে বলেছেন, সেপ্টেম্বরে সেন্ট-পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য ‘জি-২০’-র শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন, তবে তারপর পরিকল্পিত রুশ-মার্কিন শীর্ষবৈঠক মস্কোয় হবে কিনা, সে বিষয়ে বারাক ওবামা নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।